ফ্রান্সিস সমগ্র চতুর্থ খণ্ড – অনিল ভৌমিক। প্রথম প্রকাশ – জানুয়ারি, ১৯৯৮; চতুর্থ সংস্করণ – আগস্ট, ২০১৮। এই খণ্ডের গল্পগুলো – যীশুর কাঠের মূর্তি / মাজোরকা দ্বীপে ফ্রান্সিস / চার্লসের স্বর্ণসম্পদ / রূপোর চাবি
চতুর্থ খণ্ডের ভূমিকা :
নেশা সাহিত্য হলেও পেশায় শিক্ষক আমি। ছাত্রদের কাছেই প্রথম বলতে শুরু করি দুঃসাহসী ফ্রান্সিস আর তার বন্ধুরের গল্প। দেশ, কাল, মানুষ সবই ভিন্ন, তবু গভীর আগ্রহ নিয়ে ছেলেরা সেই গল্প শুনতো। তখনই মাথায় আসে–ফ্রান্সিসদের নিয়ে লিহকলে কেমন হয়। “শুকতারা” পত্রিকার অন্যতম কর্ণধার ক্ষীরোদ চন্দ্র মজুমদারকে এক পরিচ্ছেদ লিখে পড়তে দিই। উনি সেটুকু পড়ে খুশী হন। তারই উৎসাহে শেষ করি প্রথম খণ্ড “সোনার ঘণ্টা”। “শুকতারা” পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় সেটা। পরবর্তী খণ্ড “হীরের পাহাড়”ও “শুকতারা”তেই প্রকাশিত হয়। পরের খণ্ডগুলো প্রকাশের সবচেয়ে বেশী উৎসাহ দেন ‘উজ্জ্বল সাহিত্য মন্দির’-এর কর্ণধার কিরীটিকুমার পাল। উভয়ের কাছেই আমি ঋণী।
ফ্রান্সিস আর তার বন্ধুদের দুঃসাহসিক অভিযানের সমগ্র কাহিনী একটি বইয়ের মধ্যে পেয়ে কিশোর কিশোরীরা খুশী হবে, এই আশাতেই “ফ্রান্সিস সমগ্র” খণ্ডগুলি প্রকাশিত হয়েছে।
অনিল ভৌমিক
অক্টোবর ১৯৯৮
Leave a Reply
You must be logged in to post a comment.